• বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৫

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর গঙ্গানানীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, পাইলটসহ হেলিকপ্টারটিতে ছয়জন আরোহী ছিলেন। যাত্রী ভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে যাচ্ছিল।

ঘটনার পর পরই প্রশাসন ও জরুরি ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করাজ শুরু করেছে বলে গড়ওয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দুর্ঘটনার শিকার হেলিকপ্টারের ভেতরের অংশ ভাঙা দেখা গেছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

দুর্ঘটনার পর পরই রাজ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দল এবং জেলা প্রশাসন দল ঘটনাস্থলে পৌঁছেছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘প্রশাসনকে আহতদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান এবং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি।’

দুর্ঘটনার কারণ নিয়ে তিনি বলেন, এটি চলমান রয়েছে। বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ