গতকাল রোববার (৪ মে) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
জানা গেছে, ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের সময়ে সাউথইস্ট ব্যাংকে নানা অনিয়ম হয়েছে। এসব অনিয়মের সাথে নুরুদ্দিন মো. ছাদেক হোসেনেরর সম্পৃক্ততা তদন্তের জন্য তাকে ছুটিতে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরামর্শে এর আগে আরও ৬টি ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠিয়েছে ব্যাংকগুলোর পর্ষদ। সবশেষ গত মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের ছুটি দেওয়া হয়েছে।