• শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রয়োজনীয় সংস্কার শেষে সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করুন: তারেক রহমান প্রয়োজনীয় সংস্কার শেষ করুন, দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল রাজনৈতিক দলকে পাশ কাটিয়ে কিছু করতে চাইলে প্রতিরোধ গড়ব: মির্জা আব্বাস বৈষম্যহীন নতুন বাংলাদেশ শুধু স্বপ্ন নয়, বাস্তব হয়ে উঠবে: ড. ইউনূস ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল পুড়ছে ইসরায়েল পটুয়াখালী ভার্সিটির, রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার মেসি-সুয়ারেজের ব্যর্থতায় বিদায় মায়ামির এনসিপির প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদ জানালেন ইঞ্জি: ইশরাকের আইনজীবী

প্রয়োজনীয় সংস্কার শেষে সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করুন: তারেক রহমান

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

  • নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কারে আপত্তি নেই, প্রয়োজনীয় সংস্কার শেষে সুনির্দিষ্ট রূপরেখা প্রকাশ করুন। বৃহস্পতিবার (১ মে) ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (১ মে) ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেছেন, সবার আগে বাংলাদেশ এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য। তিনি বলেন, বিদেশি স্বার্থ রক্ষা নয়, সবার আগে জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই বাংলাদেশকে কেউ তাবেদারি রাষ্ট্রে পরিণত করতে পারবে না। তিনি বলেন, মিয়ানমারকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত জনগণ ও নির্বাচিত সরকারের কাছে থেকে আসতে হবে।

স্লোগানের মধ্য দিয়ে নয়া পল্টনে শুরু হয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ। এর আগে ‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’- এই স্লোগানের মধ্য দিয়ে নয়া পল্টনে শুরু হয় জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ।

দুপুর ২টা ১০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের কার্যক্রম। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের লম্বা সড়ক সেই ফকিরাপুল থেকে শুরু করে কাকরাইল মোড় পর্যন্ত হাজারো শ্রমিকের উপস্থিতিতে সমাবেশটি রূপ নেয় জনসমুদ্রে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ