• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

ছুটিতে এসে প্রতিপক্ষের হামলায় লাশ হলেন সৌদি প্রবাসী

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ প্রতিপক্ষের হামলায় নড়াইলে সৌদি প্রবাসী আকরাম শেখ (৪৫) নিহত হয়েছেন। সৌদি আরব থেকে সম্প্রতি বাড়িতে আসেন আকরাম।

এলাকায় আধিপত্য বিস্তারের জেরে বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চরশুকতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আকরাম চরশুকতাইল গ্রামের হেকমত শেখের ছেলে।

ওই গ্রামের আনসার জমাদ্দার ও হেকমত শেখের লোকজনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহতের পরিবার জানায়, বুধবার সন্ধ্যায় আকরাম শেখ গ্রামের চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় আনসার জমাদ্দারের লোকজন অতর্কিতভাবে আকরামকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াগাতী থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ