• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

কাশ্মীরে হামলার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পাহালগামে মঙ্গলবারের (২২ এপ্রিল) ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ওই ঘটনার সময়ে ধারণকৃত একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ঘটে যাওয়া নৃশংস হামলার ভয়াবহ মুহূর্তগুলো দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে উঠে এসেছে। ওই ফুটেজে দেখা যায়, ঘাসের ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে মৃতদেহ, তার মধ্যেও ভেসে আসছে গুলির শব্দ।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বন্দুকধারীদের হামলার সময় পর্যটকরা ছুটাছুটি করছেন। ভয়ে অনেককে চিৎকার করতেও শোনা গেছে।

ভাইরাল হওয়া আরেক ভিডিওতে দেখা যায়, পহেলগামের মনোরম একটি জায়গায় ঘাসের ওপর শিশুরা খেলছে, ছিলেন অনেক নারীও। চারপাশে তখন হাসির রোল। কিন্তু এর মধ্যেই গুলির শব্দে কেঁপে ওঠে সবাই এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। একটি সাধারণ বিকেলের অবসরের শুরুটা হঠাৎ করেই গুলির শব্দে ভেঙে পড়ে।

এদিকে বিবিসি জানিয়েছে, মঙ্গলবার পাহালগাম শহরের কাছের ওই জনপ্রিয় পর্যটন স্পটে চার বন্দুকধারী জঙ্গল থেকে বেরিয়ে এসে স্বয়ংক্রিয় বন্দুকের মাধ্যমে গুলি করে ২৬ জনকে হত্যা করে।

বাইসারন তৃণভূমিতে পায়ে বা ঘোড়ায় চড়ে প্রবেশ করা যায়। প্রায় ৫ কিলোমিটার দূরে পাহলগাম থেকে সেখানে কোনো যানবাহন যেত না। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য ঘোড়ায় করে নিয়ে যেতে হয়েছিল। আর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব হামলাকারী পালিয়ে যায়। তাদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এছাড়া এ হামলায় যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে তারা শিগগিরই কঠোর জবাব পাবে বলে হুমকি দিয়েছেন তিনি।

এদিকে, কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে এমন তিন জনের স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী।

ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।

কর্মকর্তারা বলছেন, যাদের স্কেচ প্রকাশ করা হয়েছে তারা হলেন- আসিফ ফাউজি, সুলেমান শাহ ও আবু তালহা। এরা কোড নেম হিসেবে মুসা, ইউনুস ও আসিফ ব্যবহার করতো।

ঘটনাস্থল থেকে বেঁচে ফিরেছেন এমন কয়েকজনের কাছ থেকে পাওয়া বর্ণনার ভিত্তিতে এসব স্কেচ প্রস্তুত করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ