সোমবার (২১ এপ্রিল) ঢাবি শাখা শিবির সভাপতি এস এম ফরহাদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান এক বিবৃতিতে এ নিন্দা জানান।
তারা বলেন, জুলাই বিপ্লব ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসর ব্যতীত বাংলাদেশের সব মত ও পথের মানুষকে একত্রিত করেছিল। পিলখানা থেকে শাপলার গণহত্যা, জাতীয় নেতাদের বিচারিক হত্যাকাণ্ড, গুম, খুন এবং অবিচারের ভয়াবহ সে সংস্কৃতি আওয়ামী ফ্যাসিবাদী শক্তি এদেশে কায়েম করেছিল তার বিপরীতে বাংলাদেশের মানুষ তার অধিকার ও বাকস্বাধীনতা ফিরে পেয়েছে জুলাই-আগস্টের আন্দোলনের মাধ্যমে।
‘তথাকথিত আন্দোলন’ বলে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের গণেশ চন্দ্র রায় সাহসের এমন বক্তব্য শহীদদের রক্তকে অপমান, আহত ও পঙ্গুত্ব বরণকারী গাজীদের সঙ্গে প্রতারণা এবং ছাত্র-জনতার আত্মত্যাগকে খাটো করে দেখার অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।
ছাত্রশিবির নেতারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ ও ছাত্রসমাজের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে একটি স্বতঃস্ফূর্ত ও গণমুখী সংগ্রামকে আওয়ামী বাকশালীদের মতো অপমানসূচক শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করার ধৃষ্টতা দেখানো অন্যায্য ও অত্যন্ত নিন্দনীয়। ছাত্রদলের কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।
প্রসঙ্গত, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচার দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য প্রদানের সময় ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। তবে, ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন তিনি।
সোমবার রাত এগারোটার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, বক্তব্যের একটি পর্যায়ে তথাকথিত শব্দটি অনেকটা অসাবধানতা বশত ‘জুলাই-আগস্টের আন্দোলন’ কথাটির আগে আমি উচ্চারণ করেছি। এই বিষয়ে আমি অত্যন্ত দুঃখিত।