• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

স্বাধীনতাপূর্ব সম্পদের ক্ষতিপূরণের বিষয়েও কথা বলেনি পাকিস্তান

admin
আপডেটঃ : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

  • নিউজ ডেস্কঃ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠকে ১৯৭১ সালে গণহত্যা নিয়ে বাংলাদেশ ক্ষমা চাওয়ার দাবি করলেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি এবং ব্রিফিংয়ে এ বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এমনকি স্বাধীনতাপূর্ব সম্পদের ক্ষতিপূরণের বিষয়েও কথা বলেনি দেশটি। তবে, ক্ষমা চাওয়ার প্রসঙ্গে আলোচনা চালিয়ে যেতে দেশটির সম্মত হওয়ার বিষয়টি ইতিবাচক বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে স্বাধীনতাপূর্ব সম্পদ ফেরতের পাশাপাশি ১৯৭১ সালে চালানো গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি জানায় বাংলাদেশ।

তবে, পাকিস্তানের দেওয়া বিবৃতিতে এ বিষয়ে কোন উল্লেখই করা হয়নি। এমনকি পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সফর পরবর্তী ব্রিফিংয়েও এ নিয়ে কথা বলেননি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার কথা বললেও ক্ষমা চাওয়া সংক্রান্ত আলোচনা কিংবা ১৯৭১ সাল নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি তিনি। এ ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে প্রশ্ন করা হলে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে, দীর্ঘদিন পর অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ক্ষমা চাওয়ার প্রসঙ্গটি তুলে ধরার বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ