নিউজ ডেস্কঃ আগামী নির্বাচন কঠিন ও প্রতিযোগিতামূলক হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানা বিএনপি কর্তৃক আয়োজিত রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফার কর্মশালায় তিনি এই কথা বলেন।
তিনি বলেন, সামনের দিনের রাজনীতি হবে ভিন্ন জনগণের, প্রত্যাশাও হবে ভিন্ন। তাই জনগণের সমর্থন আদায়ে আমাদের অবশ্যই মেধাভিত্তিক রাজনীতি করতে হবে। গতানুগতিক রাজনীতি করলে আমরাও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বো বলেও মনে করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষকে তাদের দাস বানানোর চক্রান্তে মেতে উঠেছিল।
সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, সুন্দর বাংলাদেশ গঠনে বিএনপি ঘোষিত ৩১ তফা একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।
বিএনপির প্রতিটি নেতা-কর্মীক এসব দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। পরে তিনি ৩১ দফা সবার সামনে পড়ে শোনান।
তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদের দোসরদের সাথে মিলেমিশে ব্যবসা-বাণিজ্য করছে, তাদেরও তালিকা তৈরি করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আয়োজনে ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।