★ নিউজ ডেস্কঃ শরিয়াভিত্তিক যেসব দুর্বল ব্যাংক বাংলাদেশে রয়েছে, সেগুলোকে একীভূত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বুধবার (৯ এপ্রিল) ঢাকায় আয়োজিত দশম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘ইসলামি ব্যাংকগুলোকে রিশেইপড করা হয়েছে। দেশের একটি বড় ইসলামি ব্যাংক আছে, সঙ্গে ছোট ছোট আরও কয়েকটি ইসলামি ব্যাংক রয়েছে, যাদের অনেকে ঝামেলার মধ্যে রয়েছে। সমস্যাজর্জরিত ব্যাংকগুলোকে মার্জার করা হবে।’
তিনি আরও বলেন, ‘ইসলামি ব্যাংক নিয়ে আমাদের প্রোপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নেই। আন্তর্জাতিক মডেলে যেভাবে ইসলামি ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি।’
ঋণ কেলেঙ্কারি, তারল্য সংকটে নাজুক দশায় পড়া আর্থিক খাতকে সঠিক পথে ফেরাতে ২০২৩ সালের ডিসেম্বরে দুর্বল ব্যাংককে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার বা মার্জারের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক।
প্রথমে ১০টি দুর্বল ব্যাংককে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার ঘোষণা দেওয়া হলেও পরে সেটি কার্যকর হতে দেখা যায়নি।
গতবছর একীভূতকরণ প্রক্রিয়া শুরু হলেও জুলাই অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর সেটি থমকে যায়। এখন পুনরায় সেটি শুরু করার জন্য দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংকগুলোকে একীভূত করার কথা জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর।
এদিকে, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরায় ফিরিয়ে আনতে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে বলেও জানান ড. আহসান এইচ মনসুর।