★ নিউজ ডেস্কঃ বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকালে ব্যাংককে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েও এই দুইদেশের প্রধানের মধ্যে বৈঠক হয়নি। জানা গেছে, বৈঠকে দুই দেশের আন্তঃসম্পর্ক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এছাড়া আরও জানা গেছে, দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি উন্নতি করতেও আলোচনা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) বাসসের বরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে শুক্রবার বৈঠক হবে।’
এদিকে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।