নিউজ ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে, পুরো ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্কের মধ্যে একটি ফাটল দৃশ্যমান। ওভাল অফিসে ট্রাম্প-জেলেনস্কির বাকবিতণ্ডার পর যুক্তরাষ্ট্রের আর্থিক সহযোগিতা হারিয়েছে ইউক্রেন। এই সুযোগে ইউক্রেনে হামলা বাড়িয়েছে রাশিয়া।
যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নেওয়ায় ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘেষছে ইউরোপের দিকে। সবশেষ ইউরোপ সম্মেলনে খুব বেশি খুশি হতে পারেননি ইউক্রেন প্রেসিডেন্ট। ইউরোপীয় নেতারা জেলেনস্কিকে আর্থিক বা সামরিক সহায়তার ব্যাপারে কোনো সম্ভাবনা দেখাননি। তাই ওভাল অফিসের বাকবিতণ্ডার পর এখন সৌদি আরবে শান্তি আলোচনার অপেক্ষায় আছেন জেলেনস্কি।
সাম্প্রতিক তথ্য-উপাত্যের ভিত্তিতে বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শান্তি আলোচনাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভূখণ্ড দখল ও যুদ্ধ চালিয়ে যেতে আরও সাহসী এখন রুশ বাহিনী।
তবে যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর শুল্কারোপের নতুন নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এতে নতুন করে ভাবনায় রুশ প্রশাসন। বিশ্লেষকদের শঙ্কা, ট্রাম্পের সহযোগিতায় শেষ পর্যন্ত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি দেখতে পারে বিশ্ব।