• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ আছেন : মেডিকেল বোর্ড

admin
আপডেটঃ : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে সুস্থ আছেন এবং দেশেই তার চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তার মেডিকেল বোর্ড।

রোববার (৭ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান চিকিৎসকরা।

তারা জানান, খালেদা জিয়ার সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে। স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও উন্নতি হচ্ছে।

মেডিকেল বোর্ড আরও জানায়, রোববার সিটিস্ক্যান, ইসিজি ও কয়েকটি অন্যান্য পরীক্ষা করা হয়েছে, যেগুলোর ফলাফল সবই ভালো এসেছে। বর্তমানে বেগম জিয়া কিছুটা কথা বলার চেষ্টা করছেন এবং দুই পুত্রবধূ, ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে কথা বলছেন।

বেগম খালেদা জিয়া টানা ১৫ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পিত তারিখ ছিল রোববার, তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনই যাত্রা স্থগিত রাখা হয়েছে। এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণও বন্ধ হয়েছে।

৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। তিনি ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ