• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন শরফুদ্দৌলা সৈকত

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

ইতিহাসের পাতায় নাম লেখালেন বাংলাদেশের এলিট আইসিসি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে অ্যাশেজের কোনো ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ব্রিসবেনে আজ শুরু হওয়া অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তার সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। টিভি আম্পায়ার থাকবেন নিতিন মেনন।

অন ফিল্ড আম্পায়ার হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পালন করলেও অ্যাশেজে এর আগেও আম্পায়ার হিসেবে কাজ করেছেন। এবারের অ্যাশেজের পার্থ টেস্টে সৈকত ছিলেন টিভি আম্পায়ার।

সেই ম্যাচে অবশ্য বড় বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। ইংল্যান্ড ব্যাটার জেমি স্মিথকে ঘিরে এক বড় বিতর্ক সৃষ্টি হয়। ব্রেন্ডন ডগেটের বলে স্মিথকে আউট দেন টিভি আম্পায়ার সৈকত। মাঠের আম্পায়ার নিতিন মেনন প্রথমে ‘নট আউট’ দিয়েছিলেন। ডিআরএসে দেখা যায় বল ব্যাট পেরিয়ে যাওয়ার পর স্নিকোমিটারে একটি স্পাইক। সৈকত মনে করেন এই প্রমাণ যথেষ্ট স্পষ্ট, তাই সিদ্ধান্ত বদলে আউট দেন। এ সিদ্ধান্তে গ্যালারিতে থাকা ইংল্যান্ড সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া শোনা যায়।

তবে সৈকত আইসিসির নিয়ম মেনেই সিদ্ধান্ত দেন। পরিষ্কার প্রমাণ থাকলেই অন-ফিল্ড সিদ্ধান্ত বদলানো যায়। পার্থ টেস্টে দায়িত্ব শেষ করে সৈকত এবার ব্রিসবেনে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারে আরেকটি বড় অর্জন।

তবে সিরিজের বাকি তিনটি টেস্টে তিনি থাকছেন না। ব্রিসবেনের পর অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে দায়িত্বে থাকবেন নিতিন মেনন, জেফ ক্রো, আহসান রাজা ও ক্রিস গ্যাফানি।

পার্থে প্রথম টেস্টে দুই দিনে শেষ হওয়া ম্যাচে ১৯ উইকেট পড়েছিল প্রথম দিন। অস্ট্রেলিয়া ম্যাচটি জেতে আট উইকেটে এবং সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ