চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে প্রসিকিউশন।
রোববার এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি জানান, ‘ট্রাইবুনালে দাবি প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রসিকিউশন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করা হয়েছে। এছাড়া আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভিকটিম, শহীদ ও আহত পরিবারদের কাছে হস্তান্তরের প্রার্থনাও করা হয়েছে।’
প্রসিকিউটর গাজী তামিম আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে অভিযোগগুলো ট্রাইব্যুনালে আনা হয়েছে, সেই একই অভিযোগে যদি এই তিন আসামির বিরুদ্ধে বাংলাদেশের অন্য কোনো আদালতে মামলা থাকে, সেগুলো আর চলবে না। কারণ একই অভিযোগে কোনো ব্যক্তিকে দু’বার শাস্তি বা দু’বার বিচার করা যাবে না।’
তিনি উল্লেখ করেন, ‘এখানে যে পাঁচটি অভিযোগ ডিসপোজাল করা হচ্ছে, সেই অভিযোগে অন্য কোথাও কোনো মামলা আর চলবে না।’
উল্লেখ্য, আগামী সোমবার (১৭ নভেম্বর) চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণা করা হবে।
![]()