রাজধানীর রমনা থানার সামনে পুলিশের একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটেছে।
![]()