• বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
আগুন দিতে গিয়ে দগ্ধ হওয়া সেই নেতাকে ছাত্রদল থেকে স্থায়ী বহিষ্কার রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন পুরান ঢাকায় ‘সন্ত্রাসী’ মামুনকে গুলি করা দুই শুটার গ্রেপ্তার অস্ত্রধারী সন্ত্রাসী দেখামাত্র ব্রাশফায়ারের নির্দেশ সিএমপি কমিশনারের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাধারণ সম্পাদক রেজাকে গ্রেফতার করেছে ডিবি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেওয়া হবেঃ মির্জা ফখরুল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর ময়মনসিংহে বাসে আগুন, ঘুমন্ত চালক জ্বলতে জ্বলতে নিহত নির্বাচনী আচরণবিধি গেজেট প্রকাশিত, পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ গভীর রাতে রাজধানীর বিভিন্ন স্থানে বাস ও প্রাইভেটকারে আগুন

মেহেরপুরে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের ৪ শিশুর মৃত্যু

admin
আপডেটঃ : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের মসুরিভেজা বিলে শাপলা ফুল তুলতে গিয়ে একই পরিবারের চার কিশোরী পানিতে ডুবে মারা গিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা খাতুন (১৪), চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া খাতুন (১০), চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আলসিয়া খাতুন (১০) এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম খাতুন (১৪)। তারা দুই ভাই— মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে চার শিশু কন্যা একসঙ্গে মসুরিভেজা বিলে শাপলা ফুল তুলতে যায়। দীর্ঘ সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ করতে শুরু করেন। পরে স্থানীয়রা বিলের পানিতে ভাসমান অবস্থায় তিন শিশুর মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আরও একজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ