• সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

ঢাকার মানুষের মাথাপিছু আয় ৫১৬৩ ডলার

admin
আপডেটঃ : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা জেলার মানুষের গড়ে মাথাপিছু আয় এখন ৫ হাজার ১৬৩ মার্কিন ডলার। যা দেশের গড় মাথাপিছু আয়ের প্রায় দ্বিগুণের কাছাকাছি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ ডলার।

শনিবার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ইকোনমিক পজিশন ইনডেক্স (ইপিআই)’ প্রণয়নবিষয়ক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ। এতে আন্তর্জাতিক সংস্থা, অর্থনীতিবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বিবিএসের হিসাবে দেখা গেছে, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার। এরপর ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ ডলারে। গত অর্থবছরে তা আরও কমে ২ হাজার ৭৩৮ ডলার হয়। মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয়ের এ পার্থক্য দেখা দেয়।

ঢাকা চেম্বার জানায়, বিবিএসের ২০১১ সালে করা জেলাভিত্তিক জিডিপির তথ্যকে ভিত্তি ধরে বিনিয়োগ, ভোগ, ব্যয়, আমদানি, রপ্তানি, আয়তন ও জনসংখ্যা বৃদ্ধির মতো সূচক বিবেচনায় নিয়ে ঢাকা জেলার মাথাপিছু আয়ের এ হিসাব করা হয়েছে।

সর্বশেষ গত মে মাসে জাতীয় মাথাপিছু আয়ের তথ্য প্রকাশ করে বিবিএস জানায়, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন (২০২৪-২৫ অর্থবছর) ২ হাজার ৮২০ মার্কিন ডলার। এর আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। যদিও বিবিএস বিভাগ বা জেলাভিত্তিক মাথাপিছু আয়ের হিসাব প্রকাশ করে না।

মাথাপিছু আয় কোনো ব্যক্তির সরাসরি আয় নয়; এটি দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রবাসী আয়ের মোট যোগফলকে জনসংখ্যা দিয়ে ভাগ করে নির্ণয় করা হয়।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত মহাসচিব এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী। তিনি জানান, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটি অংশ সম্পন্ন হয় ঢাকা জেলায়। দেশের মোট কর্মসংস্থানের ৪০ শতাংশ আসে এই জেলা থেকে। ঢাকাকে বিবেচনা করা হয় আর্থিক খাতের অন্যতম কেন্দ্র হিসেবে। শেয়ারবাজারে তালিকাভুক্ত সাড়ে ৭০০- এর বেশি কোম্পানির প্রধান কার্যালয় ঢাকা জেলায় অবস্থিত।

আসাদুজ্জামান জানান, দেশের শহুরে জনসংখ্যার ৩২ শতাংশের বাস ঢাকা জেলায়। আর মোট জনসংখ্যার ১১ দশমিক ২ শতাংশ মানুষ ঢাকায় থাকেন। ঢাকা খুবই শিল্পঘন জেলা। দেশের মোট পণ্য রপ্তানির ৪০ শতাংশের বেশি হয় এ জেলা থেকে। সব মিলিয়ে মোট দেশজ আয়ে (জিডিপি) এককভাবে ৪৬ শতাংশ অবদান রাখছে ঢাকা জেলা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ