• রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশ স্বৈরশাসনের পথে ফিরবে না, নির্বাচনের প্রস্তুতি চলছে: ইউনূস

admin
আপডেটঃ : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আর কখনও স্বৈরশাসনের পথে ফিরবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, দলমত নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনও শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টার দিকে বাংলায় ভাষণ দেয়া শুরু করেন তিনি। ভাষণে এসব কথা বলেছেন মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে নাগরিকবান্ধব সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।

আগামী নির্বাচনে যে দলই জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার বাস্তবায়নে কোনও অনিশ্চয়তা থাকবে না বলেও জানিয়েছেন মুহাম্মদ ইউনূস। তার স্পষ্ট ভাষা, বাংলাদেশের গণতন্ত্র আর কখনও হুমকির মুখে পড়বে না।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ