নিউজ ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে রোববার সকাল থেকে সড়ক ও রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। এ আন্দোলনের প্রধান সমন্বয়কারী আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ার ফলে রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক ও রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, খুলনা, বাগেরহাটসহ গুরুত্বপূর্ণ জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ বন্ধ হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে টানা তিনদিন সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা দেন এ আন্দোলনের প্রধান সমন্বয়কারী চেয়ারম্যান সিদ্দিক মিয়া। শনিবার গভীর রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
জানা গেছে, ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এ আন্দোলন শুরু হয়। গত সপ্তাহে এ আন্দোলনকারীরা টানা তিন দিন সড়ক অবরোধ করেছিলেন।
আন্দোলনকারীরা বলেছেন, কাফনের কাপড় পড়ে আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ও রেল অবরোধ চলবে। কোনো ভয় দেখিয়ে আমাদের দমানো যাবে না।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল জানান, সাধারণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার কাজে মহাসড়কে চারজন ম্যাজিস্ট্রেট ও বাইরে থেকে আসা সেনাবাহিনী, র্যাব ও পুলিশের প্রায় এক হাজার আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে। কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
![]()