• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ২

admin
আপডেটঃ : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজীপুরের দাক্ষিণ খান এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে ড্রাম ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ড্রাম ট্রাকের চালাক ও হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজিরুজ্জামান।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের ধীরাশ্রমের দক্ষিণখান এলাকায় গেল রাত সাড়ে এগারোটার দিকে একটি ড্রাম ট্রাক রেলওয়ে রাস্তা অতিক্রম করার সময় আটকে যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষ হলে ড্রাম ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হন। আর হাসপাতাল নেয়ার পর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে হেলপারের মৃত্যু হয়।

নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ