• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন

বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিক বিক্ষোভ

admin
আপডেটঃ : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ফের সড়ক ‌অবরোধ করে বিক্ষোভ করেছেন। রবিবার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ অবরোধ করেন শ্রমিকরা। পরে যৌথবা‌হিনীর অনু‌রো‌ধে সকাল ৯টায় মহাসড়ক ত্যাগ করে কারখানার সামনে অবস্থান করছেন।

শ্রমিকরা বলেন, কারখানাটিতে প্রায় ১,৩০০ শ্রমিক কাজ করেন। ১১ মার্চ ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতনের জন্য সড়ক অবরোধ ক‌রে বিক্ষোভ ক‌রেন তারা। চার ঘণ্টা পর তারা সড়ক ত্যাগ করেন। ২০ মার্চ শ্রমিকদের কিছু বেতন প‌রিশোধ করে কর্তৃপক্ষ। পরে অন্য শ্রমিকরা সকালে বেতনের জন্য কারখানার সামনে আসেন। এসময় কারখানার সামনে বন্ধের নো‌টিশ দেখে শ্রমিকরা সকাল ৭টায় হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মন‌সিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকাল ৯টায় যৌথবা‌হিনী সমস্যা সমাধানের কথা বলে শ্রমিকদের মহাসড়ক থে‌কে কারখানার সামনে সরিয়ে নেয়। বর্তমানে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছে।

স্বর্ণা‌লী বেগম নামে এক শ্রমিক বলেন, কিছুদিন পরই ঈদ। এখন বেতন-ভাতা আটকে রেখে কারখানা বন্ধ ঘোষণা করা মানে আমাদের জীবন ধ্বংস করে দেওয়া। আমরা দিশেহারা। কীভাবে বাসা ভাড়া দেব, দোকানের বাকি শোধ করব, কিছুই বুঝতে পারছি না। শারমিন আক্তার বলেন, ১১ মার্চ বেতনের জন্য মহাসড়ক অবরোধ করার পর ২০ মার্চ কিছু শ্রমিককে বেতন দেয়। আমাদের সমস্যার সমাধানের জন্য তারা কোনো চেষ্টা করেনি।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২ টঙ্গী জোনের পুলিশ প‌রিদর্শক আ‌মিনুল ইসলাম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করে‌ছি‌ল। মহাসড়ক থে‌কে স‌রে তারা এখন কারখানার সাম‌নে অবস্থান কর‌ছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ