• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

ড. এম শমশের আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ন্যাশনাল লাইফে দোয়া অনুষ্ঠিত

admin
আপডেটঃ : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ ন্যাশনাল লাইফ ইসলামী তাকাফুলের শরীয়াহ্ কাউন্সিল সদস্য বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, ইসলামী চিন্তাবিদ ও গবেষক প্রফেসর ড. এম শমশের আলীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।

১৪ আগস্ট কোম্পানীর বোর্ড রুমে অনুষ্ঠিত ৫১তম শরীয়াহ কাউন্সিল সভায় এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন শরীয়াহ কাউন্সিল চেয়ারম্যান মাওলানা শাহ ওয়ালী উল্লা। এ সময় মরহুম ড. এম শমশের আলীর কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে কোম্পানীর পরিচালক ও শরীয়াহ বোর্ড সদস্য এ এমএম মাঈন উদ্দিন মোনেম, সদস্য ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার সালেহী, কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খসরু চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, কোম্পানী সচিব মোঃ আব্দুল ওহাব মিয়ান, শরীয়াহ বোর্ড সচিব জিএম হেলাল উদ্দিন, মুরাকিব মোঃ জামাল হোসেন অংশ নেন। সভায় তাকাফুল ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয় এবং ব্যবসার অগ্রগতিতে সকলেই সন্তোষ প্রকাশ করেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ