নিউজ ডেস্কঃ হালিমা আক্তার সুমাইয়া ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর গাজীপুর এরিয়ার ভবানীপুর জোনের এজিএম হিসেবে কর্মরত। সুমাইয়া লেখাপড়ার পাশাপাশি ২০২৪ সালে বীমা পেশায় সম্পৃক্ত হয়।
সুমাইয়া ভাওয়াল মির্জাপুর কলেজে অনার্স ৩য় বর্ষে রাস্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত। সুমাইয়া লেখাপড়ার পাশাপাশি বীমা পেশায় অসম্ভব সাফল্য অর্জন করে।
২০২৪ সালের ডিসেম্বর মাসে ২২লক্ষ টাকার অধিক নতুন প্রিমিয়াম প্রদান করায় কোম্পানী থেকে সুমাইয়া বিশেষ পুরস্কার হিসেবে মোটর সাইকেল লাভ করে।
গত মে মাসে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর কক্সবাজারে অনুষ্ঠিত সম্মেলনে পুরস্কার বিতরণ পর্বে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন সুমাইয়ার হাতে উক্ত বিশেষ পুরস্কার মোটর সাইকেলের চাবি তুলে দেন। এ অর্জন সুমাইয়াকে বীমা পেশায় আরো উৎসাহিত করেছে। ভবিষ্যতে সুমাইয়া বীমা পেশায় আরো মনোযোগী হবে এবং লক্ষ্য পূরণে কাজ করবে বলে অভিমত ব্যক্ত করেন।
![]()