• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

মেঘনা লাইফের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

admin
আপডেটঃ : শনিবার, ২১ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র গৌরবময় ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পরিচালনা পর্ষদ, শীর্ষ নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, গত তিন দশকে মেঘনা লাইফ সততা, পেশাদারিত্ব ও সেবার মান বজায় রেখে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, আমাদের এই অর্জন পুরো মেঘনা পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামী দিনেও আমরা উদ্ভাবনী উদ্যোগে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমরা শুধু একটি বীমা প্রতিষ্ঠান নই- আমরা মানুষের নিরাপত্তা ও ভবিষ্যতের প্রতীক।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে সমাপনী বক্তব্য রাখেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুদ্র এবং স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ তারেক এফসিএ।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালক মো. মঈন উদ্দিন, উপ-ব্যবস্থাপনা পরিচালক একেএম রকিবুল হাসান, চিফ কো-অর্ডিনেটর আহসান ইবনে কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মেঘনা লাইফে দীর্ঘদিনের কর্মজীবন নিয়ে স্মৃতিচারণ করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. নিজাম উদ্দিন আনিস, মিঞা মো. মশিউর রহমান, ভাইস প্রেসিডেন্ট মো. পানাউল্লাহ এবং ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মো. আবু সাহেদ।

অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন মুফতি মুহাম্মদ আমিমুল এহসান। দোয়ায় কোম্পানির উত্তরোত্তর সাফল্য এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনা করা হয়।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ