• মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:০১ অপরাহ্ন

কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

admin
আপডেটঃ : সোমবার, ১৬ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ কক্সবাজারে যাত্রীবাহী বাস ও ক্যাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে রামু উপজেলার রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন গণমাধ্যমকে বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পুরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে কক্সবাজারগামী একটি ক্যাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে খাদে এবং ক্যাভার্ড ভ্যানটি গাছের সঙ্গে আটকে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন বাসযাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী এবং এক শিশু রয়েছেন। এ ছাড়া আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই বাস ও ক্যাভার্ডভ্যানের চালকরা পালিয়ে গেছেন জানিয়ে তিনি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ গাড়ি দুটি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ