নিউজ ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুর রহিম (৫১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের নওদাপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার (৪ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান।
নিহত আব্দুর রহিম ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী মাথালপাড়া গ্রামের ফয়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে।
এ বিষয়ে এসআই মুশফিকুর রহমান বলেন, ঈশ্বরদীর নওদাপাড়া দোতলা মসজিদ এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। আব্দুর রহিম মোটরসাইকেল চালিয়ে রূপপুরের দিক থেকে দাশুড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের চালক আব্দুর রহিমকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম মারা যান।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হবে। মহাসড়কে দাঁড়িয়ে থাকা ওই ট্রাক নিয়ে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।