• বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া যাবে না: বিআরটিসি চেয়ারম্যান

admin
আপডেটঃ : সোমবার, ২ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ আজ সোমবার (২ জুন) সকাল ১১ টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র প্রধান কার্যালয় পরিবহন ভবন এর সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিআরটিসির’র ‘ঈদ স্পেশাল সার্ভিস’ সংক্রান্ত সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি বিষয়ে ডিপোভিত্তিক বিভিন্ন দিক-নির্দেশনা দেন সংস্থাটির নতুন চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মোল্লা।

সভায় বিআরটিসি চেয়ারম্যান বলেন, “ঈদ স্পেশাল সার্ভিসের সকল গাড়ি নির্ধারিত সময়ে ছেড়ে যেতে হবে। গাড়িতে অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না এবং বিআরটিএ’র নির্ধারিত ভাড়া’র বেশি নেওয়া যাবে না।

তিনি বলেন, “আসন্ন ঈদ-উল-আযহায় সাধারণ যাত্রীরা যেন নিরাপদ ও স্বাচ্ছন্দে বাড়ি আসা-যাওয়া করতে পারে সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ঈদ সার্ভিসে যাত্রীসেবা দেওয়া কোনো গাড়ি যেন রাস্তায় বন্ধ হয়ে না যায়, সেজন্য কারিগরি বিভাগ থেকে যাত্রা শুরু আগের দিন ই প্রতিটি গাড়ির ফিটনেস পরীক্ষা করে একটা সনদ দিতে হবে।“

প্রতিটি গাড়িতে চালকের নাম, মোবাইল নম্বর, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, প্রধান কার্যালয়ের কন্ট্রোল রুম এর নম্বর সম্বলিত স্টিকার লাগানোর নির্দেশনা দেয়া হয়েছে। যাতে করে যাত্রীরা যে কোনো সমস্যার বিষয়ে বিআরটিসি কে অবগত করতে পারে। যাত্রীসেবার মানোন্নয়ন এবং এ সমস্ত নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে প্রধান কার্যালয় সহ সকল ডিপো ইউনিটে ২৪/৭ কন্ট্রোল রুম (টেলিফোন: 02 41053042, মোবাইল: 01324293974) চালু করা হয়েছে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা/২০২৫ উপলক্ষে সারা দেশে ঘরমুখো মানুষের সহজ, সাশ্রয়ী ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে প্রতি বছরের ন্যায় এবারও আগামী ৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

গত ২৪ মে থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রয় শুরু হয়েছে এবং আগামী ১৪ জুন পর্যন্ত ঈদ সার্ভিস এর বাস চলাচল করবে। এবারের ঈদ যাত্রায় নিয়মিত বাস রুটের বাইরে শুধু ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর জন্য প্রায় সাড়ে ছয়শত বাস প্রস্তুত রাখা হয়েছে।

বিআরটিসি’র নতুন চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কর্পোরেশনের পরিচালক প্রশাসন ও অপারেশন মোঃ রাহেনুল ইসলাম, পরিচালক কারিগরি কর্নেল কাজী আইয়ুব আলী, জিএম, ডিজিএম, অপারেশন বিভাগের কর্মকর্তা সহ কর্পোরেশনের সকল ডিপো/ইউনিট প্রধানগণ ভার্চুয়াল ভিডিও কনফারেন্স এ যুক্ত ছিলেন।

 

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ