নিউজ ডেস্কঃ জুলাই বিপ্লবীদের নিরাপত্তা না দিয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের চলমান সংকট মোকাবিলায় জুলাই জনতার জাতীয় ঐক্য বিনির্মাণের ব্যানারে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেনো প্রধান উপদেষ্টার হাতকে শক্তিশালী করে এবং অতিদ্রুত বিচার, মৌলিক সংস্কার ও সবশেষে নির্বাচন দেয়।