• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন

বিআইএফ’র নেতৃবৃন্দের সাথে আইডিআরএ চেয়ারম্যানের মতবিনিময়

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহীদের সংগঠন বিআইএফ’র নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. এম আসলাম আলম। বৃহস্পতিবার (১৩ মার্চ) কর্তৃপক্ষের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে দেশের বীমা খাতের উন্নয়ন এবং এ খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে মুখ্য নির্বাহীদের চাকরির নিশ্চয়তার বিষয়টি উঠে আসে আলোচনায়। সার্বিকভাবে বীমা খাতের উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র সভাপতি ও পপুলার লাইফের মুখ্য নির্বাহী বি এম ইউসুফ আলীর নেতৃত্বে সংগঠনটির নবনির্বাচিত কমিটির নের্তৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ নেন।

অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চার সদস্য মো. আপেল মাহমুদ (লাইফ), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ), মো. ফজলুল হক (প্রশাসন) এবং মিজ তানজিনা ইসমাইল (আইন) উপস্থিত ছিলেন।

বিআইএফ’র ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী আবুল কালাম আজাদ, ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন, সেক্রেটারী জেনারেল ও সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী বিগ্রেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. শফিক শামীম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. নুরে আলম সিদ্দিকী, ফাইন্যান্স সেক্রেটারী ও বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী মুন্সী মো. মনিরুল আলম, অর্গানাইজিং সেক্রেটারী ও রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ড. একেএম সারোয়ার জাহান জামীল, নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মো. ইমাম শাহীন;

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর, ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ