শনিবার (২৬ এপ্রিল) বিজিএমইএ কার্যালয়ে ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের জন্য ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’ প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে, বৃহস্পতিবার।
‘ফোরাম’ প্যানেলের পক্ষে মনোনয়নপত্র জমা দেন প্যানেল লিডার ও রাইফু ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সালমান খান (বাবু)। তার সঙ্গে ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি অনিসুর রহমান সিআইপি, আনোয়ার-উল-আলম চৌধুরী (পারভেজ), ফোরামের সভাপতি এম এ সালাম ও নির্বাচন সমন্বয়কারী ফায়সাল সামাদসহ অন্যান্য নেতারা।
অন্যদিকে ‘সম্মিলিত পরিষদ’ প্যানেলের মনোনয়নপত্র জমা দেন প্রধান নির্বাচন সমন্বয়কারী ও বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্যানেলের সভাপতি কাজী শফিউজ্জামান, প্যানেল লিডার ও এইচ অ্যান্ড আর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার কামালসহ সম্মিলিত পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমার সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রশাসক মো. আলমগীর হোসেন এবং নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল।
মনোনয়ন জমা শেষে মোহাম্মদ ইকবাল স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থীদের সহযোগিতা কামনা করেন। আজই প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন পরিচালনা বোর্ড জানিয়েছে, দ্রুততম সময়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তারা কাজ করছে।