উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক কাজী মোঃ মোরতুজা আলী এসিআইআই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান, উন্নয়ন প্রশাসন বিভাগের এসভিপি ও ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন।
সভার সভাপতিত্ব করেন সংগঠন প্রধান মোঃ সাইফুল ইসলাম। সভা শেষে প্রধান অতিথি সফল কর্মকর্তাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
সভায় প্রায় শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।