কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশ আগে কখনও হারেনি। জাকার্তায় অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয়ের মিশন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। তবে প্রথম দুই হাফ শেষে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে শেষ দুই হাফে দারুণ কামব্যাক করেছে আশরাফুল-সবুজরা। ম্যাচের প্রথম কোয়ার্টারে গোল পায়নি কোনো দল। দ্বিতীয় কোয়ার্টারের ৯ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোলের সূচনা করেন। ৬ মিনিট পরই সমতায় ফেরে কাজাখরা। তৃতীয় কোয়ার্টারের ৮ মিনিটে নাইম উদ্দিন পেনাল্টি কর্নার থেকে আবারও লিড এনে দেন বাংলাদেশকে। এক মিনিট পরই রাকিবুলের ফিল্ড গোল। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন ম্যাচসেরা সোহানুর রহমান সবুজ।
শেষ মুহূর্তে আরও একটি গোল এসেছে আশরাফুলের স্টিক থেকে। বাংলাদেশের পরের ম্যাচ রবিবার স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। ‘বি’ গ্রুপের অন্য দুই দল শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালের পাশাপাশি এশিয়া কাপের খেলাও নিশ্চিত করবে। এএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।