• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

টেস্ট সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন ঢাকায়

admin
আপডেটঃ : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নিউজ ডেস্কঃ দুই টেস্ট সিরিজে খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন ঢাকায়। আজ বুধবার (১৬ এপ্রিল) সকালে সিলেটের উদ্দেশে রওনা হবে সফরকারীরা। সেখানে ২০ এপ্রিল থেকে শুরু হবে প্রথম টেস্ট।

দুই টেস্টের এই সিরিজ খেলতে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে ক্রেইগ আরভিনের নেতৃত্বে জিম্বাবুয়ে দল ঢাকায় এসে পৌঁছেছে।

দলে ক্রিকেটার আছেন ১৫ জন। কোচিং স্টাফসহ পুরো দলই রাতে ঢাকায় অবস্থান করছে। বুধবার সকালে প্রথম টেস্টের ভেন্যু সিলেট যাবে জিম্বাবুয়ে দল। এই সিরিজের জন্য যে দলটি বাংলাদেশ সফরে এসেছে সেখানে ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস ছাড়া অন্যরা প্রতিভাবান হলেও প্রায় অনভিজ্ঞ ক্রিকেটার। তাও আরভিন ২৩টি এবং উইলিয়ামস খেলছেন ১৭টি টেস্ট।

এছাড়া স্কোয়াড়ে ১০ টেস্ট খেলেছেন এমন ক্রিকেটার আর একজনই আছেন, তিনি মিডিয়াম ফাস্ট বোলার ব্লেসিং মুজারাবানি। পাকিস্তান সুপার লিগে খেলার কারনে সিকান্দার রাজা খেলছেন না এই সিরিজে।

এদিকে, এই সিরিজের জন্য ১৩ এপ্রিল থেকে সিলেটে অনুশীলন করছে বাংলাদেশ দল। প্রথম দিনের অনুশীলনে ৮জন ক্রিকেটার থাকলেও, প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বের খেলা শেষ করে ১৪ এপ্রিল থেকে পুরো দল এক সাথে অনুশীলন করছে।

২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে চট্টগ্রামে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৮ এপ্রিল থেকে।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ