নিউজ ডেস্কঃ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ফেনী সেলস্ অফিসের শুভ উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মোঃ ছায়েদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারী জেনারেল এস এম নুরুজ্জামান, চিফ সেলস্ এন্ড ডিস্ট্রিবিউশন (সিএসডিও) অফিসার মোঃ আরিফ হোসেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মোঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফেনী সেলস্ অফিস ইনচার্জ ও সেলস্ ম্যানেজার মোঃ শাহীনুল ইসলাম। অনুষ্ঠানে প্রায় চার শতাধিক বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।