• বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন

আলোকিত ব্যক্তিত্ব এস এম নুরুজ্জামানের জন্মদিন আজ

admin
আপডেটঃ : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

নিউজ ডেস্কঃ বীমা সেক্টরে আলোকিত একজন দৃঢ মনোবলের মানবিক মানুষ হিসেবে অনন্য এস এম নুরুজ্জামান, আজ তার শুভ জন্মদিন। জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ৪৬তম জন্মদিনে দেশ-বিদেশে থাকা সহকর্মী, বন্ধু-বান্ধব, নিকট আত্মীয়-স্বজনসহ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও ভালোবাসায় ও দোয়ায় সিগ্ধ এস এম নুরুজ্জামান।

দীর্ঘ ২৮ বছর ধরে বীমা পেশায় কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন এস এম নুরুজ্জামান। দৃঢ়তার সাথে বীমা খাতের উন্নয়নে কাজ করে চলেছেন তিনি। মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন বীমা শিল্পে।

এস এম নুরুজ্জামান দেশের শীর্ষস্থানীয় লাইফ বীমা প্রতিষ্ঠান ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে দীর্ঘ ১ যুগ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি মুখ্য নির্বাহীর চলতি দায়িত্বও পালন করেছেন। পরবর্তীতে তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সে উপ-ব্যবস্থাপনা পরিচালক বা ডিএমডি (উন্নয়ন প্রশাসন বিভাগ) পদে যোগদান করেন।

চতুর্থ প্রজন্মের বীমা প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে তিনি যোগদান করেন ২০১৪ সালে।পরবর্তীতে ২০১৬ সালে তিনি কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্ব পান। ২০১৯ সালের ১৫ এপ্রিল ৪০ বছর বয়সে তিনি মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন লাভ করেন।

বীমা শিল্পে কর্মরত থাকার পাশাপাশি এস এম নুরুজ্জামান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সেবামূলক ও সংস্কারধর্মী প্রতিষ্ঠান ও কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এছাড়াও তিনি বীমা বিষয়ে গবেষণাধর্মী লেখালেখি করে চলেছেন নিয়মিত।

পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণের জন্য তিনি ভারত, নেপাল,মালদ্বীপ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে একাধিকবার সফর করেছেন। দেশে অনুষ্ঠিত বিভিন্ন সভা ও সেমিনারে প্রতিনিয়তই অংশগ্রহণ করছেন।

এস এম নুরুজ্জামান বর্তমানে মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ) এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল। বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশন (বিআইএ) ও সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য তিনি। এছাড়াও তিনি রোটারি ক্লাব অব আহসান মঞ্জিল সেএুটারী।

উল্লেখ, এস এম নুরুজ্জামান ১৫ এপ্রিল কুমিল্লার মুরাদনগরে চন্দনাইল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত পিতা।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ