★ নিউজ ডেস্কঃ রাজধানীর শেরে বাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুব মহিলা লীগের আইন বিষয়ক সম্পাদক পারভীন চাঁদ মিশু ও দপ্তর সম্পাদক সাবরিনা ইতির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন আসামিদের আদালতে হাজির করা হয়। এ মামলার তদন্ত কর্মকর্তা ও শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক মুহাম্মদ ফারহান ইবনে গফুর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
আদালতে শেরে বাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট সকাল ৭টায় যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইশরাত জাহান নাসরিনসহ আজ্ঞাতনামা ১৪ বা ১৫ জন দুষ্কৃতকারী শেরে বাংলা নগর এলাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী ও যুব মহিলা লীগের নেতাকর্মীরা মিছিল করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম গতিশীল ও সন্ত্রাসী সংগঠনকে উৎসাহিত করার উদ্দেশ্য প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবি করে স্বাধীন দেশের সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার ষড়যন্ত্র করে।
এ ঘটনায় গত ৪ এপ্রিল রাজধানীর শেরে বাংলা নগর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। মামলার প্রেক্ষিতে ৬ এপ্রিল বিকেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।