★ নিউজ ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচিতে মিছিল-স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজধানী।
শুধু ঢাকাতেই নয়, দেশজুড়ে হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি বিক্ষোভও চলছে। এরই মধ্যে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে (আজ) সোমবার।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে এবারের সম্মেলনে যোগ দিয়েছেন অনেক বিদেশি নাগরিক। এই সম্মেলন ঘিরে, গাজায় চলমান ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে কর্মসূচিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে, যান চলাচল স্বাভাবিক রাখতে ঢাকার নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশসহ সেনাবাহিনীকে অবস্থান ও টহল দিতে দেখা গেছে।
পুলিশ বলছে, গাজায় হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ সমাবেশ ও মিছিলে নিরাপত্তা দিতে কাজ করছে পুলিশ। এছাড়া রাজধানীতে চলাচলরত নগরবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখেই বাড়তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোনো বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ।
ডিএমপি উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
তবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঘিরে তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বাংলাদেশের খবরকে জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তারেক মাহমুদ। তিনি বলেন, আমেরিকান অ্যাম্বাসি ঘিরে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। কোনোরকম শঙ্কা না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।