• সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

রাজশাহীতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস খাদে, নিহত ৩

admin
আপডেটঃ : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ রাজশাহীর খড়খড়ি এলাকায় একটি ট্রাকের সঙ্গে দুটি বাসের সংঘর্ষ হয়েছে। এ সময় একটি বাস ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এ ঘটনায় ৩ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধ শতাধিক।

রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের ঘোড়া পাখিয়া গ্রামের জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান (৩২)।

আর আহত হয়েছেন অর্ধশত। যাদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজশাহী মহানগর জামায়াতের নেতবৃন্দ। মহানগর জামায়াতের সাবেক সংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার জানান, দুটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন। যাদের সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থক। প্রয়াত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে পিরোজপুর যাচ্ছিলেন তারা।

তিনি বলেন, দুই বাসের অর্ধশত যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে গুরুতর অবস্থায় ১৫ জনকে হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়। এদের মধ্যে নাসিম ও জুয়েল নামের দুজন জামায়াত কর্মী মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের গ্রামের নাম জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের টিম লিডার আরিফুল ইসলাম জানান, রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সামনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকটি পিছনের বাসে ধাক্কা খায়। এতে ওই বাসটিরও এক পাশ দুমড়ে মুচড়ে গিয়ে আগুন লেগে যায়। পরে দ্রুত যাত্রীরা নেমে গিয়ে আগুন নেভায় এবং খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন গিয়ে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরিফুল ইসলাম আরও বলেন, আমরা গিয়ে খাদে পড়ে থাকা বাস থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছি। যাদের মধ্যে গুরুতর আহত সাতজনকে হাসপাতালে পৌঁছে দিয়েছি। তবে আমার পৌঁছার আগে স্থানীয় লোকজন বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ