• সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

৮০ বছর বয়সী ‘স্কুইড গেম’ অভিনেতার কারাদণ্ড

admin
আপডেটঃ : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ ‘স্কুইড গেম’ খ্যাত অভিনেতা ও ইয়েওং-সুয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। এই সিরিজের প্রথম সিজনে ‘নম্বর ০০১’-এর চরিত্রে অভিনয় করেছিলেন ও ইয়েওং-সু। ৮০ বছরের অভিনেতার বিরুদ্ধেই উঠল যৌন হেনস্থার অভিযোগ। তার ভিত্তিতে অশীতিপর অভিনেতাকে এক বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। খবর আনন্দবাজারের।

জানা গেছে , ২০১৭ সালে এক মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন বলে অভিযোগ, এক বার নয়। দুটি অনুষ্ঠানে সেই নারীকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ। যদিও তিনি নিজে এই অভিযোগ স্বীকার করেননি। প্রায় ৫০ বছর ধরে নাটকের মঞ্চে ও ছবির পর্দায় একের পর এক তাৎপর্যপূর্ণ কাজ করেছেন ও ইয়েওং-সু। তাই এই ঘটনা প্রকাশ্যে আসায় স্তম্ভিত তার অনুরাগীরা। যদিও ঘটনার বেশ কয়েক বছর এই অভিযোগ প্রকাশ্যে আসায় অনুরাগীদের কেউ কেউ প্রশ্নও তুলেছেন। অভিযোগকারির আইনজীবী গত ৩ এপ্রিল আদালতে জানিয়েছেন, নিজের নাটকের দলেরই এক নতুন অভিনেত্রীকে যৌন হেনস্থা করেছেন তিনি। তাই প্রতিদিন কর্মক্ষেত্রে আতঙ্কে কাটাতেন ওই নারী। তার দৈনন্দিন জীবনও অতিষ্ঠ হয়ে উঠেছিল।

এর মাঝেই একটি বেফাঁস মন্তব্য করেছেন ও ইয়েওং-সু। তিনি বলেছেন, ‘আমি বাবার মতো মন নিয়ে যা করার করেছি।’ তিনি অভিযোগ অস্বীকার করলেও বলেছেন, ‘আমার কথা ও কাজ যদি ভুলই হয়ে থাকে, আমি তা মেনে নেব। তবে আমি বিশ্বাস করি না, আমি এমন কিছু করেছি যাকে হেনস্থা বলা যায়।

আদালতের রায়ের পর গণমাধ্যমে অভিনেতা জানান, এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি। পাশাপাশি এ দাবিও করেন, অভিযোগকারীর কাছে ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। বিষয়টি বেশি দূর গড়াক এমনটা তিনি চাননি, যদিও আইনের কাছে কোনো অনুরোধই খাটেনি অভিনেতার।

প্রসঙ্গত, প্রায় ৫ দশক ধরে দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ও টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত ও ইয়াং সু। তবে তার দীর্ঘ ক্যারিয়ারে এই বিতর্কিত ঘটনা অনেককে অবাক করেছে। শেষ পর্যন্ত আদালতের রায় তাকে দোষী সাব্যস্ত করেছে। আর এই সাজাপ্রাপ্তির ফলে বিভিন্ন প্রজেক্ট থেকেও ছিটকে পড়ছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ