• সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

আইপিএল

পাঞ্জাবকে পরাজয়ের স্বাদ ভোগ করিয়ে টানা দ্বিতীয় জয় রাজস্থানের

admin
আপডেটঃ : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

★ নিউজ ডেস্কঃ টানা দুই ম্যাচ হেরে এবারে আইপিএল মিশন শুরু করেছিল রাজস্থান রয়্যালস। তবে তৃতীয় ম্যাচে চেন্নাইকে হারিয়ে জয়ে ফিরেছিল দলটি। সেই ধারাবাহিকতা ধরে রেখেছে চতুর্থ ম্যাচেও। পাঞ্জাবকে ৫০ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজস্থান। এতে টানা দুই জয়ের পর হারের স্বাদ ভোগ করলো পাঞ্জাব।

শনিবার (৫ এপ্রিল) আগে ব্যাট করতে পাঞ্জাবকে ২০৬ রানের লক্ষ্য দিয়েছিল রাজস্থান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে পারে পাঞ্জাব। এতে ৫৩ রানের জয় পায় রাজস্থান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাঞ্জাব। প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার প্রিয়াংশ আর্য। তিনে ব্যাট করতে নেমে আলো ছড়াতে পারেননি শ্রেয়াস আইয়ারও। ৫ বলে ১০ রান করে ফেরেন পাঞ্জাব অধিনায়ক। ৭ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন মার্কাস স্টোইনিস।

আরেক ওপেনার প্রভসিমরন সিং করেন ১৬ বলে ১৭ রান। এতে ৪৩ রানে তিন উইকেট হারায় পাঞ্জাব। তবে দলের ধরেন নেহাল ওয়াধেরা। ৩২ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দেন গ্লেন ম্যাক্সওয়েল।

তবে ইনিংস বড় করতে পারেননি ম্যাক্সওয়েল। ২১ বলে ৩০ রান করে আউট হন তিনি। ১৬তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন নেহাল। ৪১ বলে ৬২ রান করা এই ব্যাটার আউট হলে ছন্দ হারায় পাঞ্জাব।

এরপর সুরানশ শেডজি ৪ বলে ২ রান করে আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় পাঞ্জাব। ইয়ানসেন ৩ রানে আউট হলে ৬ বলে পাঞ্জাবের লক্ষ্য দাঁড়ায় ৫৫ রান। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে পারে পাঞ্জাব। এতে ৫৩ রানের জয় পায় রাজস্থান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রাজস্থানকে উড়ন্ত শুরু এনে দেন যশস্বী জয়সাওয়াল ও সাঞ্জু স্যামসন। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫৩ রান তুলেছে দলটি।

তবে ফিফটি তুলতে পারেননি স্যামসন। ২৬ বলে ৩৮ রান করে আউট হন তিনি। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ৪০ বলে ফিফটি তুলে নেন জয়সাওয়াল। ৪৫ বলে ৬৭ রান করে বোল্ড হন এই বাঁহাতি ওপেনার।

এদিন ইনিংস বড় করতে পারেননি নীতিশ রানাও। ৭ বলে ১২ রান করে আউট হন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন শিমরন হেটমায়ার ও রিয়ান পরাগ। তবে ইনিংস বড় করতে পারেনি হেটমায়ার। ১২ বলে ২০ রান করে ১৯তম ওভার আর্শদ্বীপ সিংকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি।

শেষ পর্যন্ত ধ্রুব জুড়েলের ৫ বলে ১৩ রান এবং রিয়ান পরাগের ২৫ বলের অপরাজিত ৪৩ রানের মারকুটে ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানের বড় পুঁজি পায় রাজস্থানকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ