• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

হুজরা খানায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার

admin
আপডেটঃ : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদের হুজরা খানায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুর রহমানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইমাম মাওলানা শফিকুর রহমান সিলেট জেলার গোয়াইনঘাট থানার বানীগ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ছাতকের ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদে ইমামের দায়িত্ব পালন করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলমান রমজান মাসে ইত্তেহাদুল কোররা বাংলাদেশ-এর অধীনে বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদে আয়োজিত কোরআন শিক্ষা কার্যক্রম চলছে। উক্ত প্রতিষ্ঠানে ইমাম ও খতিব মাওলানা শফিকুর রহমান দায়িত্বে ছিলেন এবং একইসঙ্গে স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা করতেন। ইমাম মাওলানা শফিকুর রহমান গ্রামের এক কিশোরীকে বিভিন্নভাবে উত্যক্ত করতেন। একপর্যায়ে গত ৬ মার্চ দুপুরে যোহরের নামাজের বিরতিতে অন্যান্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা মসজিদ থেকে বের হয়ে গেলে কৌশলে মসজিদের ইমামের হুজরা খানায় ডেকে নিয়ে যায়। সেখানে তাকে প্রথমদফা জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে জানালে হত্যার হুমকি দেয়। কিশোরী ভয়ে বিষয়টি গোপন রাখে এবং নিয়মিত কোরআন শিক্ষা কার্যক্রমে যেতে থাকে। দুদিন পর গত ৮ মার্চ শনিবার একইভাবে সে আবারও তাকে হুজরা খানায় নিয়ে গিয়ে দ্বিতীয়দফা ধর্ষণ করে।

পরে ওই কিশোরী রোববার (৯ মার্চ) দুপুরে বিষয়টি তার পরিবারকে জানালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক করে গণধোলাাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমামের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ