• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন

ঈদের দিন ইসরাইলি হামলায় গাজায় নিহত ৬৫

admin
আপডেটঃ : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

আনলিমিটেড নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল ফিতরের দিনেও ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা চালিয়ে নারী ও শিশুসহ অন্তত ৬৫ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী।
রবিবার (৩০ মার্চ) ঈদের সকালে ধ্বংসস্তুপের মাঝেই নামাজ পড়ছিলো গাজাবাসী। আর এরপরই শুরু হয় ইসরাইলের বর্বর হামলা। ঈদের দিনে নতুন জামা পরা শিশুদের হত্যা করায় তীব্র নিন্দা জানিয়েছে হামাস। গেলো ১৮ মার্চ, রোজার মধ্যেও যুদ্ধবিরতিতে নতুন করে হত্যাযজ্ঞ চালায় ইসরাইল। এতে এ পর্যন্ত সাড়ে আটশোরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

এদিকে, গাজায় যুদ্ধবিরতির জন্যে কাতার ও মিশরের দেওয়া প্রস্তাবে রাজি আছে বলে জানিয়েছে হামাস। পাঁচ জিম্মির মুক্তির বিনিময়ে ৫০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাবে সমর্থন জানিয়েছে তারা। হামাসের শীর্ষ এক নেতা খলিল আল-হায়াম জানিয়েছেন, ইসরাইল ও হামাস দুই পক্ষ সম্মত হলে গাজায় কার্যকর হবে ৫০ দিনের যুদ্ধবিরতি। তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে মিশর ও কাতারের কাছে পাল্টা চুক্তি জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর কার্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ