• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

নির্বাচন নিয়ে বর্তমান সরকার পতিত সরকারের মতো বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী

admin
আপডেটঃ : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ সকালে অটোরিকশা চালকদের আনুষ্ঠানে বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে। একএক সময় একএক ধরনের বক্তব্য দিয়ে পতিত সরকারের মতো বিভ্রান্তি করছে বর্তমান সরকার।

আজ শুক্রবার (২৮ মার্চ) সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিক্সাভ্যান ও অটোচালকদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ২৪ শের গণঅভ্যুত্থানে সরকার সকলের ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। জাতীয় নির্বাচন ডিসেম্বর না জুনে হবে এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট ও সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানান রিজভী।

তিনি বলেন, অনেকে বলেন যে আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচন করার জন্য? পতিতা সরকারের সময় নির্বাচন সুষ্ঠু হয়নি বলে এই আন্দোলন হয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেনি শেখ হাসিনা। ক্ষমতা রক্ষার জন্য দেশকে একটি কারবালায় পরিণত করেছিলেন।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত না হলে ও জনগণের সমর্থন রয়েছে।আন্দোলনকারী সকল দলের সমর্থন দিয়েছে।

১২২টি গার্মেন্টসের শ্রমিক এখন পর্যন্ত বেতন পায়নি, ১৫০ গার্মেন্টসের শ্রমিকরা বোনাস পায়নি উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের দায়িত্ব শ্রমিকদের বেতন-ভাতার ব্যবস্থা করা। অবিলম্বে তাদের বেতন-বোনাসের ব্যবস্থার জন্য দাবি জানান তিনি।
জুলাই আন্দোলনে ১৭ জন রিকশাচালক জীবন দিয়েছেন। আমি তাদের বাসায় গিয়েছি। কি পরিমান কষ্টে তাদের পরিবারের সদস্যরা জীবনযাপন করছেন তা বোঝার নয় । ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে। তাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্বও সরকারকে নিতে হবে। যারা চাকরি পাওয়ার উপযুক্ত তাদের চাকরি দিতে হবে।

এ সময় বিএনপি নেতা ইশরাক ন্যায়বিচার পেয়েছেন দাবি করে রিজভী বলেন, শেখ হাসিনার সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল। সে সময় চোর-ডাকাতরা এমপি হতো আর ভালো মানুষদের জায়গা হতো কারাগারে। বেগম খালেদা জিয়া তার উদাহরণ। যদি দেশে সত্যিকার গণতন্ত্র থাকতো তাহলে ২০১৪ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ