★ নিউজ ডেস্কঃ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ফুলেল শ্রদ্ধায় ভরে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
বুধবার (২৬ মার্চ) ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ফুল হাতে সাভারের স্মৃতিসৌধে এসে পৌঁছাতে শুরু করেন। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ— দিনটি উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন সর্বস্তরের জনতা।
বেলা বাড়ার সাথে সাথে শহীদ বেদী ফুলে ফুলে ভরে যায়। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ দলে দলে এসে শ্রদ্ধা জানান। লাল-সবুজের পোশাক পরিহিত নাগরিকরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতির সূর্য সন্তানদের প্রতি সম্মান জানান।
এর আগে, ভোর ৫টা ৪৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ৬টা ৭মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুলেল শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে প্রবেশ করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।