নিউজ ডেস্কঃ আজ মহাপঞ্চমী তিথি। শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনার শেষ সময়। রাত পোহালেই মহাষষ্ঠী, আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। শনিবার (২৭ সেপ্টেম্বর) দেবীর কল্পারম্ভ অনুষ্ঠিত হবে।
আগামীকাল রোববার মহাষষ্ঠীতে দুর্গতিনাশিনীর অকালবোধন, অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।
বিশুদ্ধ পঞ্জিকামতে এবার মহিষাসুরমর্দিনী দেবী দুর্গা আসছেন গজ বা হাতিতে চড়ে। হিন্দু শাস্ত্রমতে গজ শুভযাত্রার প্রতীক, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা। ফিরবেন দোলায় বা পালকিতে করে। এরইমধ্যে দেবী আরাধনায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। চলছে দুর্গাকে বরণের প্রস্তুতি, সবখানেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
বেশিরভাগ মণ্ডপে প্রতিমা গড়নের কাজ শেষ। এখন চলছে রং-তুলির আঁচড়ে দেবীকে রূপ দেয়ার কাজ। সাধারণ মাটির তাল ভেঙে ধীরে ধীরে এই মহাশক্তিকে আকার দেয়ার কাজ শুরু হয় মাস তিনেক আগেই। এখন শুধু বাকি রং-তুলিতে দেবীকে পূর্ণতা দেয়া। কোনো কোনো মণ্ডপে রঙের কাজ প্রায় শেষ, কোথাও আবার কেবল শুরু হয়েছে দেবীকে রাঙিয়ে তোলা।
প্রসঙ্গত, এবার ঢাকা মহানগরীতে দুর্গাপূজা হবে ২৫৯টি মণ্ডপে। সারাদেশে মণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫টি।