নিউজ ডেস্কঃ লন্ডনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর ডিম দিয়ে হামলার চেষ্টা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সোয়াস ইউনিভার্সিটির (স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) খালিলি লেকচার থিয়েটারে আয়োজিত ‘জুলাই আপ্রাইজিং কনভারসেশন’-এ অংশ নেন তিনি।
স্থানীয় সময় বিকেল ৪টার দিকে অনুষ্ঠানে যোগ দেন মাহফুজ আলম। তখন ইউনিভার্সিটির সামনে আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। তবে অতিরিক্ত পুলিশি নিরাপত্তার কারণে তিনি নির্বিঘ্নে ভেতরে প্রবেশ করতে সক্ষম হন। এসময় পার্কিংয়ে থাকা একটি গাড়িতে ডিম নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা, ভেবে নিয়েছিলেন সেটিই উপদেষ্টার গাড়ি।
পরে সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের কালো বিএমডব্লিউ গাড়ি বের হলে ফের ডিম নিক্ষেপ করেন তারা। কয়েকজন গাড়ির সামনে শুয়ে পড়ার চেষ্টা করলেও পুলিশের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। তিনি অন্য রাস্তা দিয়ে নিরাপদে ক্যাম্পাস ত্যাগ করেন।
পরে বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে উপদেষ্টা বলেন, “আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।”