• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

হিরো আলমের হার্ট অ্যাটাক

admin
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্কঃ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) তার সহকর্মী সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের সদস্যরা জানিয়েছে, বুধবার বিকেল সাড়ে ৪টায় হিরো আলমের বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। তবে দুই ঘণ্টার মধ্যে গণমাধ্যম কর্মীদের ভিড়ের কারণে তাকে হাসপাতালে থেকে বের করে দেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করেন।

এর আগে আলম স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পাওয়ার পর আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। পরিবারের অনুরোধে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন। তবে মঙ্গলবার বিকেলে ফেসবুকে পুনরায় আত্মহত্যার হুমকি দেন।

হিরো আলম দাবি করেছেন, তার স্ত্রী রিয়া মনি পরকীয়ায় জড়িত। প্রমাণ হিসেবে আলম তার ফেসবুক পেজে স্ত্রীর পরকীয়া প্রেমিক ও কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির সঙ্গে ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন। এর পর রিয়া মনি তার স্বামী হিরো আলমকে তালাকের ঘোষণা দেন।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ