• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

ভারতের আগে পাকিস্তানে চালু হচ্ছে স্টারলিংক

admin
আপডেটঃ : শনিবার, ২২ মার্চ, ২০২৫

★ নিউজ ডেস্কঃ স্টারলিংক পরিষেবা চালুর জন্যে সম্প্রতি ভারতেও জিও এবং এয়ারটেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে স্টারলিংকের। তবে এখনও ভারত সরকারের অনুমতি পায়নি স্টারলিংক। এই আবহে ভারতের আগে পাকিস্তানেই স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু হতে যাচ্ছে।

স্টারলিংক ইন্টারনেট পরিষেবার জন্যে সাময়িক ‘নো অপজেকশন সার্টিফিকেট’ দিয়েছে পাকিস্তানের সরকার। ২১ মার্চ এই নিয়ে পাকিস্তানের আইটি মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছে।

সম্প্রতি ভারতে স্টারলিংক পরিষেবা চালুর জন্যে জিও এবং এয়ারটেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে স্টারলিংক। তবে এখনও ভারত সরকারের অনুমতি পায়নি স্টারলিংক।

পাকিস্তানের আইটি মন্ত্রণালয়ের বিবৃতিতে মন্ত্রী শাজা ফাতিমা বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশে আপাতত সাময়িকভাবে স্টারলিংককে রেজিস্ট্রেশনের অনুমতি দেওয়া হয়েছে। সকল নিরাপত্তা এজেন্সির সঙ্গে কথা বলেই স্টারলিংককে সাময়িকভাবে এনওসি দেওয়া হয়েছে।

তিনি বলেন, পাকিস্তানে স্টারলিংকের আগমনের ফলে দেশের ইন্টারনেট পরিষেবা অনেক বেশি উন্নত হবে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও বলেছেন, পাকিস্তানে ইন্টারনেট পরিষেবা আরও উন্নত হওয়া উচিত।

এই আবহে মন্ত্রী জানান, পাকিস্তানে স্টারলিংক পরিষেবা চালুর বিষয়টি নিয়ে ‘গোটা সরকার’ কাজ করেছে। তাঁর কথায়, সাইবার নিরাপত্তা এজেন্সি, পাক টেলিকম কর্তৃপক্ষ, পাকিস্তান মহাকাশ কার্যক্রম নিয়ন্ত্রণ বোর্ড একসঙ্গে কাজ করেছে স্টারলিংককে অনুমতি দেওয়ার জন্যে।

এদিকে, ভারতে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা আনার জন্য স্পেসএক্সের সাথে অংশীদারিত্বের বিষয়ে এয়ারটেলের ঘোষণা করে ১১ মার্চ। আর সেই ঘটনার একদিন পরই ইলন মাস্কের সংস্থার সাথে একই ধরণের চুক্তি ঘোষণা করে মুকেশ আম্বানির জিও।

এখন দেখা যাচ্ছে, হয়ত ভারতের আগে পাকিস্তানেই স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা আগে চালু হতে যাচ্ছে। সেইসঙ্গে বাংলাদেশেও স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালুর পথে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ