• মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

বাজারে আসছে ট্রাম্প মোবাইল, পাবেন যত টাকায়

admin
আপডেটঃ : বুধবার, ১৮ জুন, ২০২৫

নিউজ ডেস্কঃ খুব শিগগিরই স্মার্টফোন ব্যবসায় নাম লেখাতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাজারে আসতে যাচ্ছে তার কোম্পানির প্রথম স্মার্টফোন। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত এ নতুন প্রজেক্টের নাম রাখা হয়েছে তার নামেই। খবর সিএনএনের।

সোমবার (১৬ জুন) এ ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে এরিক ট্রাম্প। পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের পরিচালক তিনি।

এরিক ট্রাম্প জানান, তাদের নতুন এই প্রজেক্টের নাম হবে ট্রাম্প মোবাইল। আর এ সংস্থা কেবল আমেরিকায় তৈরি মোবাইল ফোনই বিক্রি করবে। এই প্রজেক্টের প্রথম মোবাইল ফোনের নাম রাখা হয়েছে টি ওয়ান।

এই টি ওয়ানের মধ্য দিয়েই অ্যাপল এবং স্যামসাংয়ের মতো কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে অভিষেক হতে যাচ্ছে ট্রাম্প মোবাইলের। নতুন এ স্মার্টফোনটি বাজারে আসতে এখনও অন্তত আড়াই মাস বাকি। তবে, এই মুহূর্তে প্রি অর্ডার করা যাচ্ছে।

ট্রাম্প মোবাইলের ওয়েবসাইট থেকে অর্ডার করা যাচ্ছে এটি। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই ফোন পাওয়া যাবে বলে জানা গেছে। এখন গ্রাহকরা যে মোবাইল ফোন ব্যবহার করছেন তা থেকেও তারা ট্রাম্প মোবাইলের পরিষেবার সাবস্ক্রিপশন নিতে পারবেন।

ট্রাম্প মোবাইলের এই স্মার্টফোনে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলিং, টেক্সট এবং ডাটার সুবিধা; অতিরিক্ত সুবিধার মধ্যে থাকবে টেলিহেলথ এবং রোডসাইড অ্যাসিস্ট্যান্সও।

টি ওয়ান মোবাইলে রয়েছে অ্যান্ড্রয়েড ১৫, ৬.৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলেরর মেইন ক্যামেরা, ১২ জিবি র‍্যাম, ২৫৬ জিবির এক্সপ্যান্ডেবল স্টোরেজ, ৫০০০ এমএএইচের ব্যাটারি।

এই স্মার্টফোনে গ্রাহকদের সুবিধা দিতে ২৫০ আসনের কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টার তৈরি করা হবে যুক্তরাষ্ট্রে। নিজেদের বর্তমান ফোন বদলে ট্রাম্প মোবাইল নেওয়ার সুযোগও থাকছে গ্রাহকদের জন্য।

ট্রাম্প অর্গানাইজেশনের ঘোষণা অনুযায়ী, এই নতুন সোনালি রঙের ফোন পাওয়া যাবে ৪৯৯ মার্কিন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ৬১ হাজার টাকা। তবে এই মোবাইল আগে থেকে বুক করতে হলে অর্থাৎ প্রি-অর্ডারের জন্য দিতে হবে ১০০ ডলার। আর এই মোবাইলের সঙ্গে একটি সার্ভিস প্ল্যানও নিতে হবে, যার নাম দেওয়া হয়েছে ‘৪৭ প্ল্যান’। এজন্য খরচ পড়বে মাসিক ৪৭.৪৫ ডলার।

Loading


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ