নিউজ ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কার প্রক্রিয়ার বিষয়ে কোনো কথা বলেননি।
শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোলটেবিল বৈঠক শেষে এ কথা জানান তিনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এই গোলটেবিল বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিব কোনো মন্তব্য করেছেন কি না? জানতে চাইলে জবাবে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ মহাসচিব এই ব্যাপারে কোনো কথা বলেননি। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।
এ সময় মির্জা ফখরুল ইসলাম জানান, শুধু নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। দ্রুত নির্বাচন করার পর একটি সংসদের মাধ্যমে বাকি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতিসংঘ মনে করে, সংস্কার ও নির্বাচন কীভাবে হবে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু। তা নির্ধারণ করতে হবে এ দেশের জনগণকেই।